Refund Policy

⭐⭐ রিটার্ন/এক্সচেঞ্জ পলিসিঃ

✔ যদি প্রোডাক্টে কোন সমস্যা থাকে তাহলে আমাদেরকে ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে। ২৪ ঘন্টা অতিক্রম করলে তখন কোন অভিযোগ গ্রহনযোগ্য হবেনা।

✔ রিটার্ন অথবা এক্সচেঞ্জ করতে চাইলেও ২৪ ঘন্টার মধ্যেই জানাতে হবে।

✔ আপনি আমাদেরকে যেই সাইজ এবং কালার বলবেন আমরা হুবহু ওই কালার এবং সাইজ পাঠাবো। তারপরও যদি আমাদের দিক থেকে কোন ভুল হয় তবে সেক্ষেত্রে রিটার্ন/এক্সচেঞ্জ এর সম্পূর্ন খরচ আমরা বহন করবো। ✔ যদি আপনার কোন ভুল এর কারনে রিটার্ন করতে চান তবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ+রিটার্ন চার্জ দিতে হবে। (রিটার্ন চার্জ ডেলিভারি চার্জ এর অর্ধেক)। ✔ যদি আপনার কোন ভুল এর কারনে এক্সচেঞ্জ করতে চান তবে পুনরায় ডেলিভারি চার্জ+এক্সচেঞ্জ চার্জ দিতে হবে।

Messenger WhatsApp Call